কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দেখে বিরোধী দল দিশেহারা হয়ে পড়েছে। অনেক জায়গায় অনুপ্রবেশকারীরা দলের মধ্যে সমস্যা সৃষ্টির পায়তারা করছে।তারা দলীয় নেতা-কর্মীদের মাঝে বিরোধ তৈরীর অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।বর্তমান সরকার দেশের জন্য ব্যাপক উন্নয়নের কাজ করেছেন, করছেন। উন্নয়ন অগ্রযাত্রার স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও দলের স্বার্থ বড় করে দেখতে হবে।সকল বিরোধ ভুলে সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিন।উন্নয়ন অগ্রযাত্রার চিত্র জনগনের সামনে তুলে ধরুন। আমাদের অভিভাবক এমপি হাজী বাহারের দিক নির্দেশনা কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরা মেনে চলুন।এমপি হাজী বাহারের রাজনৈতিক প্রজ্ঞায় আমরা নিজেদের নিয়ে নানাভাবে সম্মানবোধ করি।এই সম্মানবোধ ধরে রাখতে হবে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে কমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের দক্ষিন জামবাড়ি মিজান মাষ্টার বাড়ি ভায়া পাঁচগাছিয়া মাজার পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট টুটুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা প্রকৌশলী জাবেদ হোসেন,আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ। সভাপতিত্ব করেন আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান হাসু ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী এরশাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবক সাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম তফাজ্জল হোসেন, সাংস্কৃতি সম্পাদক আবদুল মতিন প্রমুখ।
Last Updated on January 21, 2021 11:54 pm by প্রতি সময়