সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

সহশিক্ষা কার্যক্রম মেধাকে বিকশিত করে : কুমিল্লা আইডিয়াল কলেজের অনুষ্ঠানে বক্তারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৯৬ দেখা হয়েছে

স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায় এ স্লোগানকে ধারণ করে সাফল্যের পথে এগিয়ে চলা কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার একটি বড় অংশ। পড়াশোনার পাশাপাশি এসব সহশিক্ষা কার্যক্রমগুলো নিজের মেধাকে বিকশিত করে।

শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে, তেমনি শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হিসেবে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। এ ধরনের অংশগ্রহন শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল তৈরি করবে। পড়াশোনা ও ক্রীড়া সংস্কৃতিতে অগ্রগণ্য ভূমিকা রাখার মধ্য দিয়ে আজকের শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ও আলোকিত নাগরিক হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীরা শিখবে আনন্দের সঙ্গে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগ্রহের সঙ্গে।

শনিবার (১৮ মার্চ) কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকায় অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজের হলরুমে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহাম্মদ এলটি, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ মজুমদার, কুমিল্লা আইডিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, কাহেতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সভাপতি কাজী নঈম উদ্দীন আহম্মেদ।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার ও কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মিঠুন মজুমদার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মো: হাসান ভূইয়া, আরিফুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, ফয়েজুল হাসান বাবু, নিশাত মাহমুদ, সাইফুল ইসলাম, সুনীল চন্দ্র দাস।

 

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Last Updated on March 18, 2023 5:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102