কুমিল্লা সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের বেহাল দশায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না করায় এবং পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে না উঠায় ছোট বাহন আর পথচারি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা-বৃষ্টির মৌসুমে সড়কের দুরাবস্থা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে রাখে। কেননা বৃষ্টির পানিতে ডুবে থাকা খানা-খন্দকে যেকোন সময় রিকশা, মিশুক, অটোরিকশা বা পায়ে চলা পথিক উল্টে পড়তে পারে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়ক। কয়েকদিন লাগে সেই পানি সরতে। আর তখন মশা, মাছি আর দুর্গন্ধ সঙ্গী হয়ে দাঁড়ায় এলাকাবাসীর। সড়কটির এই বেহাল দশা থেকে মুক্তি চায় স্থানীয় বাসিন্দরা।
এলাকাবাসীর অভিযোগ, বিগত মেয়রের সময়কাল থেকে সড়কটি অবহেলিত। স্থানীয় কাউন্সিলরেরও তেমন নজরদারি ছিল না সড়কটির বিষয়ে। ফলে এটি সংস্কারবিহীন অবস্থায় পার করেছে দিন-মাস আর বছরের পর বছর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কটি। সামান্য বৃষ্টিতে এ সড়কটি ডুবে যায় আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েকদিন পর্যন্ত জমে থাকে পানি।
স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম লিহিন আক্ষেপ করে বলেন, সড়কটি সংস্কার করার জন্য বহুবার সাবেক মেয়রের কাছে আবেদন করা হলেও সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। অন্তত দশ বছর ধরে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। আমিরা আশা করছি বর্তমান মেয়র এলাকাবাসীর ভোগান্তির কথা বিবেচেনা করে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কটি সংস্কারে উদ্যোগ গ্রহণ করবেন।
ওই সড়ক এলাকার বাসিন্দা সন্ধ্যা রানী বলেন, ড্রেনের সংস্কার নেই, প্রচুর মশা, রাতে ঘুমাতে পারিনা। দুর্গন্ধ থাকে। বৃষ্টি হলো বাড়িতে পানি ঢুকে। সড়কের দ্রুত সংস্কার করার জন্য মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।
Last Updated on July 31, 2023 12:13 am by প্রতি সময়