কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের সাবেক স্টাফ রিপোর্টার মাসুক আলতাফ চৌধুরীর মাতা এবং সাবেক জেলা সমবায় কর্মকর্তা মরহুম আলতাফ চৌধুরীর সহধর্মিনী মোসাম্মৎ খালেদা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সোমবার (৩০ অক্টোবর) বাদ আছর কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় কুমিল্লা কর্মরত সাংবাদিকসহ, রাজনৈতিক, সামাজিক, আইনজীবী ও বিভিন্ন পেশা শ্রেণির মুসুল্লিরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে নগরীর ছোটরা কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রোববার দিবাগত রাত দেড়টায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন পুত্র, নাতি নাতনি, বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
Last Updated on October 30, 2023 7:36 pm by প্রতি সময়