-কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা" />
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বিশিষ্ট সংগঠক ও ছড়াকার মো. রমিজ খান (৬৩) আর নেই (ইন্না-লিল্লাহি….রাজিউন)। তিনি ঢাকার একটি বিশেষায়িত প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা প্রেসক্লাব মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, সাবেক এআইজি মালিক খসরু, কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন বাদ যোহর তার নিজ বাড়ি নগরীর উত্তর চর্থা এলাকায় দ্বিতীয় জানাজা শেষে টমছমব্রিজ নগর কবরস্থানে তাকে দাফন করা হয়।
Last Updated on April 16, 2024 8:42 pm by প্রতি সময়