শিল্প-সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিল্প-শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আজকের আয়োজনে এ বিভাগে পহেলা ফালগুনের আবেগমাখা কবিতা নিয়ে যুক্ত হয়েছেন সাংবাদিক সংগঠক সাদিক মামুন।
-সাদিক মামুন-
বসন্ত ছুঁয়ে যায় আমায়
বুনে মনের গভীরে
ভালবাসা আত্মার নিবিড় সম্পর্ক,
রঙিন ছোঁয়ায় মন দুলে
অবুঝ কচি পাতায়।
বসন্তের সুরতরঙ্গে বেজে ওঠে
ভালোবাসার গান
মৃদু পায়ে আসে সে
আমারও হৃদয় প্রান্তে।
জীবনের সব যন্ত্রণা যখন
পরাভূত হয় বসন্ত আবেগে,
তখন স্বপ্ন দেখি
তোমায় নিয়ে
আলো দেখি
তোমায় নিয়ে
জীবনের ছবি আঁকি
এই বসন্তে ছুঁয়ে যাওয়া
আমার ভালোবাসার ক্যানভাসে।
Last Updated on February 14, 2023 6:58 pm by প্রতি সময়