‘অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এবারের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার (১৩ অক্টোব) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করেছে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে র্যালিতে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
এ সময় উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার বলেন, আমরা যে যার অবস্থান থেকে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার কাজটি করে যেতে হবে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করতেই মূলত এ দিবসটি পালন করা হয়ে থাকে।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অগ্নি নির্বাপক বিষয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান সরকারের নেতৃত্বে দমকল বাহিনীর একটি দল প্রশিক্ষণমূলক অগ্নি মহড়া উপস্থাপন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Last Updated on October 13, 2023 6:35 pm by প্রতি সময়