কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক এমপি এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী ইন্তেকাল করেছেন।
শনিবার (২১ অক্টোবর) ভোর সকাল ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ফখরুল ইসলাম মুন্সীর বয়স ছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ৯ টায় কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল তার পিতা এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এদিকে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম মুন্সীর প্রথম জানাযা দেবিদ্বার উপজেলার নিজ গ্রামে বনকুটে দুপুর ১২ টায়, দ্বিতীয় জানাযা বাদ যোহর দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, তৃতীয় জানাযা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বাদ আসর এবং চতুর্থ জানাযা গুলশান সোসাইটি মসজিদের ৬৬ নং রোডে অনুষ্ঠিত হওয়ার পর বাদ মাগরিব বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
Last Updated on October 21, 2023 11:31 am by প্রতি সময়