কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে কুমিল্লায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদে জুমার নামাজ শেষে এ দোয়ার আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি। মসজিদের ইমাম মুফতি ইব্রাহীম ক্বাদেরী দোয়া পরিচালনা করেন।
মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সারাদেশে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, খলিলুর রহমান বিপ্লব সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Last Updated on August 9, 2024 6:34 pm by প্রতি সময়