শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

সিগারেট বা তামাক ছাড়ুন, জীবনজয়ী হউন

স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৫২ দেখা হয়েছে
করোনাভাইরাসের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব।আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনাভাইরাস সংক্রমণ সব বয়সির জন্য বিপজ্জনক হলেও ধূমপায়ীদের মৃত্যুঝুঁকি দ্বিগুণ বেশি। আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস।সারা বিশ্বে দিবসটি উদযাপনের মধ্য দিয়ে তামাকমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানানো হয়।অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর স্বাস্থ্য বিভাগে এই দিবসটিকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় তামাকমুক্ত সুস্থ-সুন্দর তারুণ্য গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে হার্টকেয়ার ফাউন্ডেশন কুমিল্লা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ লিখেছেন…

সিগারেট বা তামাক ছাড়ুন, জীবনজয়ী হউন

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবানে প্রতিবছর ৩১ মে তামাকমুক্ত দিবস হিসাবে দিনটি পালন করা হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো Commit to Quit অর্থাৎ ‘ধূমপান ছাড়তে প্রতিজ্ঞাবদ্ধ হউন’।

ধূমপানের নানারকম প্রানঘাতি ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা সবাই কমবেশী জানি যেমন, ধূমপান যক্ষা, হাঁপানী, ক্যান্সারসহ ফুসফুসের বিভিন্ন রোগ, হার্ট অ্যাটাক, মুখের ক্যান্সার, নারী-পুরুষ উভয়েরই প্রজনন ক্ষমতা হ্রাস এবং মস্তিষ্কে নানারকম রাসায়নিক ও জৈবরসায়নিক পরিবর্তন ঘটায়। ধূমপানের কারণে প্রতি বছর ১৭ লক্ষ মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করে, ১৬ লক্ষ মানুষ অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগে, ১৩ লক্ষ মানুষ শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সারে এবং ১০ লক্ষ মানুষ স্ট্রোকে মৃত্যুবরণ করে ।

দীর্ঘদিন ধরে ধূমপান করা শতকরা ৫০ভাগ মানুষই সরাসরি ধূমপানের কারণে মৃত্যুবরণ করে এবং এই সকল মানুষেরা অধূমপায়ীদের তুলনায় ১০ বছর কম বাঁচে। এতো কিছু জানার পরও বিশ্বে প্রায় ১৩০ কোটি মানুষ সিগারেট ও তামাকের নেশায় আসক্ত। ধূমপানের কারণে বছরে ৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়। তবে বিশ্বব্যাপী চলমান কোভিঢ-১৯ মহামারী শুরুর পর যখন জানা গেল যে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীরা কোভিড-১৯ এ অক্রান্ত হলে বেশী করে মারাত্মক শারিরীক অবস্থার সম্মূখীন হচ্ছে। এরপরই বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ ধূমপান ছাড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে শুরু করে।

তবে সিগারেট ছাড়ার বিষয়টি অবশ্যই চ্যালেঞ্জিং। প্রথমত ক্রমবর্ধমান বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে বিকল্প হিসাবে মানুষ সিগারেটসহ নানারকম নেশায় সাময়িক স্বস্তি খুঁজতে চেষ্টা করে। দ্বিতীয়ত ধূমপান একটি নেশা। যেকোন নেশাই ছেড়ে দেয়া কঠিন। আর এমনি বাস্তবতায় বিশ্বের ১৩০ কোটি ধূমপায়ীকে ধূমপান ছাড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করাই এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল লক্ষ্য।

তবে নতুন গবেষনায় দেখা গেছে অভ্যাসগত দিক বিবেচনায় অল্পবয়সীদের মধ্যে ধূমপানের প্রকোপ বাড়ছে। সম্প্রতি ল্যানসেটে প্রকাশিত গবেষণা রিপোর্টে গবেষকরা প্রতিটি দেশের সরকারকে যুব সমাজের মধ্যে সিগারেটের আসক্তি কমানোর ব্যাপারে উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন। কারণ, দেখা গেছে শতকরা ৮৯ ভাগ নতুন ধূমপায়ীর বয়স ২৫ বছরের নীচে এবং এরচেয়ে বেশী বয়সীদের মধ্যে নতুন করে ধূমপান শুরুর সম্ভাবনা কম। গবেষণায় প্রতিয়মান হয়েছে যে, অল্পবয়সীরাই মূলত ধূমপানের নেশায় আসক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

রিপোর্টে আশংকা করা হয়েছে যে, যদি অল্প বয়সীদের মধ্যে নতুন করে ধূমপানে আসক্ত হওয়ার প্রবনতা নাটকীয়ভাবে কমিয়ে না আনা যায় তাহলে ধূমপানের এই মহামারী বছরের পর বছর ধরে চলতেই থাকবে। যদিও বিগত তিন দশকে ধূমপানের প্রকোপ কমে এসেছে তথাপি পৃথিবীর প্রায় ২০টি দেশে ছেলেদের মধ্যে এবং ১২টি দেশে মেয়েদের মধ্যে ধূমপানের প্রবনতা বেড়েছে। এছাড়া মাত্র ১০ টি দেশেই রয়েছে বিশ্বের মোট স্মোকার বা ধূমপায়ীর দুই তৃতীয়াংশ। এই দেশগুলো হলো চীন, ভারত, ইন্দেনেশিয়া, আমেরিকা, রাশিয়া, বাংলাদেশ, জাপান, তুরস্ক, ভিয়েতনাম এবং ফিলিপাইন। চীনে প্রতি তিন জনে একজন তামাক সেবনকারী অর্থাৎ প্রায় ৩৪ কোটি ১০ লক্ষ মানুষ। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে।

গবেষনায় দেখা গেছে, বিশ্বের প্রায় অর্ধেক দেশেই অল্প বয়সীদের ধূমপান বন্ধে তেমন কোন অগ্রগতি নেই। দেখা গেছে, মানূষ গড়ে ১৯বছরের মধ্যেই ধূমপান শুরু করে। যদি ২৫ বছর পর্যন্ত কাউকে ধুমপান থেকে বিরত রাখা যায় তবে তাদের পরবর্তীতে ধূমপানে আসক্ত হওয়ার সম্ভাবনা কম।

গবেষকরা বলছে যে, ধূমপান বন্ধে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সিগারেট বা তামাকের পাশাপাশি সুগন্ধযুক্ত নতুন ধরণের সিগারেট এবং ই-সিগারেট বন্ধেও সমান গুরুত্ব দিতে হবে। সেইসাথে এগুলোর প্রচার-প্রচারনা, বিজ্ঞাপন ও বিপনন বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on May 31, 2021 1:41 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102