স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৪ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে স্থান পাওয়া ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান অষ্টম।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিমাগো র্যাংকিং ছিল না। প্রথমবারের মতো স্থান পাওয়া উদ্ভাবন ক্যাটাগরিতে ৬ষ্ট এবং সার্বিকভাবে ৮ম অবস্থান দখল করে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সিমাগো প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরিতে র্যাংকিং প্রকাশ করেছে। এগুলো হল গবেষণা-৫০%, সামাজিক প্রভাব-২০% ও উদ্ভাবন-৩০%। এতে উদ্ভাবন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টি ৬ষ্ট অবস্থানে রয়েছে। উদ্ভাবন ক্যাটাগরিতে জায়গা পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহ হল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সেকৃবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আর সার্বিক বিবেচনায় জায়গা করে নেওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহ হলো বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Last Updated on March 14, 2024 7:19 pm by প্রতি সময়