সুখবর! সুখবর!! সুখবর!!! কুমিলার ব্রাহ্মণপাড়া উপজেলা জুড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যারাত অব্দি মাইকে বিভিন্ন প্রচারণায় উচ্চ মাত্রার শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে ওঠেছে মানুষ।
সুখবর সুখবর বলে বলে আদা, রসুন, পেয়াজ, আলু, সবজি বিক্রি, কোচিংয়ে ভর্তি, বিদ্যালয়ে ভর্তি, বেসরকারি ক্লিনিক-ডায়গনিস্টিক সেন্টার, বিশেষজ্ঞ ডাক্তার, কোন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়, মোবাইলের সীমাকার্ড মেলাসহ বিভিন্ন ধরনের প্রচারের ক্ষেত্রে উচ্চ শব্দে মাইকিং করা হয়। ব্রাহ্মণপাড় এখন শব্দদূষণের এলাকায় পরিণত হয়েছে। প্রতিদিন মাইকে নানামুখী প্রচারের উচ্চ শব্দে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে দিন রাত মাইকে এধরণের বিরক্তির প্রচারণা রোজাদার ও সাধারণ মানুষের জন্য যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে।
মাইকের যন্ত্রনা এখন এলাকাবাসীর কাছে অসহনীয় পর্যায়ে চলে গেছে। যানবাহনে কখনো একটি মাইক বেঁধে আবার কখানো দুটি মাইক বেঁধে উচ্চ শব্দে প্রচারণা চালায়। দীর্ঘ সময় ধরে এভাবে মাইকিং করতে এখন আর দরকার পরে না ঘোষকের। ঘোষণাটি একবার রেকর্ড করে মোবাইলের মেমোরি কার্ডে নিয়ে যানবাহনে মাইক বেঁধে চলতে থাকে বিরতিহীন ঘোষণা।
সরেজমিনে দেখা যায়, আলু, পিয়াজ, রসুন, তরকারি বিক্রি, কোচিংয়ে ভর্তি, বিদ্যালয়ে ভর্তি, বেসরকারি ক্লিনিক-ডায়গনিস্টিক সেন্টার, বিশেষজ্ঞ ডাক্তার, কোন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়, মোবাইলের সীমাকার্ড মেলাসহ বিভিন্ন ধরনের প্রচারের ক্ষেত্রে উচ্চ শব্দে মাইকিং করছে। এছাড়াও কমদামে এলইডি বাল্ব বিক্রির প্রচারেও উচ্চ শব্দে মাইকিং চলছে নিয়মিত। আইসক্রিম বিক্রেতা, ফল বিক্রেতা এমনকি আচার বিক্রেতারাও মাইকের উচ্চ আওয়াজের মাধ্যমে গ্রাহকের চাহিদা পুরণের চেষ্টা করছে। আবার পুরনো বই খাতা ক্রয় করতে এবং ভাঙ্গারী জিনিসপত্র ক্রয় করতেও উচ্চ শব্দের মাইক ব্যবহার করছে হকারা।
এব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসানাত মোঃ মহিউদ্দিন বলেন, ৪০ ডেসিবেলের বেশি শব্দ হলে বা অতিরিক্ত বেশি শব্দ হলে মানুষের কানে প্রদাহ হতে পারে। এমন কি কানের পর্দা ফেটে যেতে পারে। এছাড়া অতিরিক্ত শব্দ দূষণে মানুষের ক্ষুদামন্দা, ঘুম কম হওয়াসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এমনকি আস্তে আস্তে বধির হয়ে যেতে পারে। এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
Last Updated on March 29, 2023 8:12 pm by প্রতি সময়