সুন্দর জীবন গড়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে স্কাউটস। “স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে নিয়ে স্কাউটিং শুরু হয়েছে। স্কাউটিং মানুষকে নিয়মনীতি, আদর্শ, সৎ ও যোগ্য করে গড়ে তুলে। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদের হাত ধরেই শিক্ষার্থীরা জীবনে উন্নত হতে পারে। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দূর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে ছুটে চলে। স্কাউট থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষকদের হাত ধরেই শিক্ষার্থীরা জীবন তৈরী করে। সেই শিক্ষকদের হতে হবে সৎ, ন্যায়পরায়নতা। সুন্দর জীবন গড়ার জন্য স্কাউটসের ভূমিকা অপরিসীম।স্কাউটের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ, সততা, সুনাগরিক ও দক্ষ করে গড়ে তোলা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা স্কাউটস কমিশনার গাজীউল হক চৌধুরী, কুমিল্লা জেলা স্কাউটস সম্পাদক জহিরুল আলম, কুমিল্লা জেলা স্কাউটস সহকারি কমিশনার নুরুল আমিন, কুমিল্লা জেলা স্কাউটস কোষাধ্যক্ষ জসিম উদ্দিন পাঠান, ব্রাহ্মণপাড়া স্কাউটসের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, ব্রাহ্মণপাড়া স্কাউটস কমিশনার মোহাম্মদ হোসেন ও আব্দুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্কাউটস প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া স্কাউটসের সম্পাদক মো. মফিজুল ইসলাম।
উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা কাব লিডার আজহারুল করিম জেবুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, প্রধান শিক্ষক যথাক্রমে শফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন মাষ্টার, মো. হুমায়ুন কবির, আবু তাহের মাষ্টার, মমিনুল হক ভূইয়া, সুপার মাওলানা আব্দুল মুবিন আখন্দসহ প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারগন।
অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ২৮৮ জন স্কাউটস কাউন্সিল সদস্যদের ভোটের মাধ্যমে নব-নির্বাচিত উপজেলা স্কাউটস কমিটি গঠন করা হয়।
Last Updated on July 27, 2023 11:31 pm by প্রতি সময়