কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাজ করার জন্য ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ৩০ জন করে বিজিবি সদস্য রয়েছে।
বর্তমানে জেলাজুড়ে বিজিবির টহল জোরদার রয়েছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচনকে সামনে রেখে যে কোন প্রকার নাশকতা রোধের পাশাপাশি শান্তিশৃংখলা বজায় রাখার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি টহলে নামায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন ব্যতিত সবগুলো আসনেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Last Updated on January 5, 2024 9:46 pm by প্রতি সময়