বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিচার ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বাড়ছে : জেলা ও দায়রা জজ বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সেবার মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল : এমপি হাজী বাহার

এম এইচ মনির,স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৪ দেখা হয়েছে

কুমিল্লার সাধারণ মানুষের টাকায় পরিচালিত ডায়াবেটিক হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে দিন দিন আধুনিক চিকিৎসা সরাঞ্জাম ও সুবিধা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, সেবার মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে গণমানুষের প্রতিষ্ঠান কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল।এই করোনা দূর্যোগেও কুমিল্লার মানুষকে সর্বাত্মক চিকিৎসা সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল একটি জনকল্যাণকর প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা ডায়াবেটিক সমিতির ৩৩তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার।

এমপি হাজী বাহার আরো বলেন, কুমিল্লার এই ডায়াবেটিক হাসপাতালে রোগীদের সুবিধা আরও বাড়াতে বর্তমান সময়ে চাহিদা অনুযায়ী নতুন বিভাগ খোলা ,প্রযুক্তির ব্যবহারসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কর্তব্যরত ডাক্তার-নার্স,কর্মকর্তা-কর্মচারীসহ ডায়াবেটিক সমিতির সকল সদস্যদেরকে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা আরো বাড়াতে হবে। সেবার মানসিকতা ও প্রতিষ্ঠানের স্বার্থের বিষয়টি লালন করতে হবে। এই প্রতিষ্ঠানে সাবেক সভাপতি ডা.ওয়ালি উল্লাহ বিনা পয়সার মানুষের চোখের অপারেশন করিয়েছেন প্রতিষ্ঠানের স্বার্থে। মানব সেবার প্রতিষ্ঠানের জন্য এ রকম আরো অনেকেই কাজ করেছেন।এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কেউ অন্য প্রতিষ্ঠানে জড়িত থাকলেও এ প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ফান্ড ডেভেলপমেন্ট করতে সবাইকে কাজ করতে হবে।

কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে আয়োজিত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মীর্জা মো.কোরেশী। এসময় সমিতির সহ-সভাপতি ডা. মো.আবদুল কুদ্দুস আখন্দ ,ডা.মো.শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ প্রবাল শেখর মজুমদার মিঠুসহ সমিতির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

বার্ষিক প্রতিবেদনে সমিতির সাধারন সম্পাদক মীর্জা মো. কোরেশী উল্লেখ করেন, ২০১৯ সালে জুলাই থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত গত এক বছরে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল থেকে ২ লাখ ৪৫ হাজার ৪৩০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। গরীব রোগীদের জন্য নির্ধারিত একটি বেডে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহারের অগাধ মমতা ও অপরীসীম দায়িত্ববোধ এবং সুযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানটি দিন দিন সমৃদ্ধ হচ্ছে। করোনা মহামারীতেও সভাপতির কর্মস্পৃহা সমিতির সকলের মাঝে প্রেরনা জুগিয়েছে।

সভাপতির বক্তব্যে মিসেস মেহেরুন্নেছা বাহার বলেন, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালকে আধুনিক ও যুগযোপযোগী করতে সকলের সহযোগীতা চাই। এই করোনা দুর্যোগে আমাদের সাহস ও শক্তি জুগিয়েছেন এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি ঝুঁকি নিয়ে কুমিল্লার মানুষের পাশে ছিলেন।কখনো খাদ্য নিয়ে, কখনো চিকিৎসা সরঞ্জাম নিয়ে। আপনারা যে যেই মতেরই হোন, অন্তত কুমিল্লার উন্নয়নে ওনার পাশে থাকুন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন।  এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on December 12, 2020 8:30 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102