সৌদি আরবের জিজান শহরে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (২৪) নামে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। তার বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাজীরবাজারের গোবিন্দপুর গ্রামে।
শনিবার (৪ জুলাই) রাতে করে রাজধানী রিয়াদ থেকে প্রায় এক হাজার কিলোমিটার পশ্চিমে জিজান শহরে এ দুর্ঘটনা ঘটে। এসময় নোমান কোম্পানীর গাড়িতে করে ওই শহরের দিকে যাচ্ছিলেন।
নিহত নোমানের মামা সৌদি প্রবাসী আবদুল আউয়াল খোকন জানান, রোববার (৫ জুলাই) স্থানীয় সময় রাতে কোম্পানী থেকে তাকে দুর্ঘটনার বিষয়টি জানিয়ে বলা হয়, ওই গাড়িতে নোমানের সঙ্গে ড্রাইভার এবং আরও দুজন ছিলেন। ড্রাইভার ছাড়া বাকি দুজনও নিহত হয়েছে। তাদের বাড়ি চাঁদপুরে বলে জানা গেছে। আর ড্রাইভারও মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন।
ফেনির গোবিন্দপুরের সেলিম মিয়ার ছেলে নোমান তিন ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয়। দেড় বছর আগে সে সৌদি আরবে যায়। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Last Updated on July 6, 2020 8:32 am by প্রতি সময়