বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিচার ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বাড়ছে : জেলা ও দায়রা জজ বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করুন

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ১৮৮ দেখা হয়েছে
ফাইলফটো।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তরের পরিচালক সাকিব ইবনে সাঈদ বলেছেন, কৃষি সেচের ক্ষেত্রে ডিজেলের পরিবর্তে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে এক বিশাল অগ্রগতি সাধিত হবে।তাই কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচের কাজটি সাশ্রয়ী ও ঝামেলামুক্তভাবে সম্পাদন করা যায়-এবিষয়টি জানান দিতে হবে।জ্বালানি নির্ভর সেচ মেশিনের পরিবর্তে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে মিডিয়াসহ সমাজের বিশিষ্টজন ও জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য কুমিল্লার মুরাদনগর  উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গ্রাহক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নবীপুর (পশ্চিম) ইউপি’র চেয়ারম্যান হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ‍্যুৎ সমিতির জেনারেল ম‍্যানেজার প্রকৌশলী মকবুল হোসেন।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ‍্যুৎ সমিতির ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীরের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, বদিউল আলম ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ নুরুল হক, কোম্পানীগঞ্জ পল্লী বিদ‍্যুৎ সমিতির এজিএম ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ ও ফরিদ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, ডা: ফারুক আহমেদ, ওয়ারিং ইন্সপেক্টর মানছুর আলম, মোহনা টিভির প্রতিনিধি তৌহিদুর রহমান টিটু।

সভায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও কৃষকরা উপস্থিত ছিলেন। সভায় উদ্বুদ্ধ হয়ে ১০ জন গ্রাহক সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সংযোগ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ৩, ৫.৫, ৭.৫, ১০, ১৫ ঘোড়া এই ৫ ক্যাটাগরির সাবমারসিবল মটর দ্বারা ২৫টি সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সংযোগ প্রদান করা হবে। এতে সেচ লাইসেন্সের প্রয়োজন হবে। এ পাম্পগুলোর প্যাকেজ মুল্যের ৬০% অনুদান হিসেবে দেওয়া হবে এবং ৪০% মুল্য গ্রাহকেরা পরিশোধ করবেন। যার ১০% ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করতে হবে এবং বাকি অর্থ মাসিক/বাৎসরিক কিস্তিতে ১০ বছরে পরিশোধ করতে হবে। সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিবেশ বান্ধব এবং এই পাম্পের মাধ্যমে পুকুরে পানি দেওয়া, ধান মাড়াই, ঘাস কাটার মেশিন চালানো, খাবার পানি সরবরাহ করা ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। এছাড়াও অফ সিজনে গ্রীডে বিদ্যুৎ বিক্রি করে এই সংযোগ হতে কৃষকরা লাভবান হতে পারবেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on January 28, 2021 8:07 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102