কুমিল্লায় স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় স্বামী আবদুর রবকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়িয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আব্দুর রব। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী ঝর্ণা বেগম একই উপজেলার কান্দাল গ্রামের শামসুল হকের মেয়ে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন।
আদালত ও মামলার সূত্র জানায়, আবদুর রব ও ঝর্ণা বেগমের ১০বছরের সংসার। তাদের ২মেয়ে ও ১ছেলে। যৌতুকের জন্য প্রায় ঝর্ণা বেগমকে প্রায় সময় মারধর করতেন আবদুর রব। ২০১০ সালের ২৯ নভেম্বর রাতে মারধর ও পানিতে ডুবিয়ে স্ত্রী ঝর্ণা বেগমকে হত্যা করেন স্বামী আবদুর রব। এ ঘটনায় ৩০ নভেম্বর ঝর্ণা বেগমের বাবা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় জামাতা আবদুর রবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজাহান ২০১১সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আবদুর রবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আদেশ দেন।
Last Updated on November 14, 2023 6:35 pm by প্রতি সময়