বিশিষ্ট সমাজসেবক ও কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ভূইয়ার স্ত্রী তাসলিমা আক্তার রীতা সোমবার (২ আগস্ট) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গত ২১ জুলাই করোনায় আক্রান্ত হলে তাকে কুমিল্লায় বাড়িতে চিকিৎসা দেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২৫ জুলাই রাজধানী ঢাকা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ দিন ধরে তিনি ওই হাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, এক মেয়ে, এক ছেলেসহ গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
সোমবার জোহর নামাজ শেষে উত্তর চর্থা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে কুমিল্লা নগরীর টমছমব্রীজ কবরস্থানে দাফন করা হয়।
বিএনপি নেতা ও সমাজসেবক কামাল ভূইয়া স্ত্রীর অসুস্থতার সময় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বন্ধু, আত্মীয়স্বজন যারা খোঁজ খবর নিয়েছেন এবং তার স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি তার স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করার জন্য সকলের নিকট দোয়ার আবেদন জানিয়েছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 3, 2021 11:32 pm by প্রতি সময়