কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের ৮০ বছর বয়সী আমেনা খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটন ও ঘাতককে গ্রেফতার করেছে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১৮ অক্টোবর) ঘাতক মো. সাগরকে ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর নিহত আমেনা খাতুনের নাতিন।
মামলা তদন্ত কর্মকর্তা কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসআই মো. হেলাল উদ্দিন বলেন, আমেনা খাতুনের কাছে থাকা স্বর্ণালঙ্কার ও টাকার লোভে তার নাতিন সাগর ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে। জিজ্ঞাসাবাদ গ্রেফতার সাগর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
তদন্ত কর্মকর্তা আরো জানান, হত্যাকান্ড ব্যবহৃত একটি বটি, ছোরা ও লোহার রড সাগরের দেখানো ওই বাড়ির পুকুরের ঘাটলার পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১২ অক্টোবর) রাতের কোন এক সময়ে বয়োবৃদ্ধ আমেনা খাতুনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়।
Last Updated on October 18, 2023 11:49 pm by প্রতি সময়