কুমিল্লায় ছিনতাইকৃত স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
গ্রেফতার আসামীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের শিবপুর গ্রামের আ: মালেকের ছেলে মোঃ আলাউদ্দিন(৩২), বড় ধর্মপুর গ্রামের কবির হোসেনের ছেলে জাফর হোসেন (৩০) এবং চাদঁপুর জেলার কচুয়া উপজেলার বজরীখোলা গ্রামের মৃত. নোয়াব আলীর ছেলে মোঃ ফারুক মজুমদার(৪২)।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৫ জুলাই হতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ থানা ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজন ও ছিনতাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল, লুন্ঠিত নগদ এক লাখ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার করা হয়।
জানা যায়, গত১৭ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের গান্ধাচি গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোঃ সুমনন(৩২) তার আত্মীয়াকে নিয়ে কোটবাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পদুয়ারবাজার থেকে সিএনজিযোগে রওয়ানা হলে সিএনজি চালক ও তার অপরাপর সহযোগিদের সহযোগিতায় সুমন ও তার আত্মীয়কে জিম্মি করে নগদ এক লাখ টাকা ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযানে নেমে তিনজনকে আটক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে।
Last Updated on July 27, 2023 7:28 pm by প্রতি সময়