শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ আর নেই কুমিল্লার নাঙ্গলকোটের রনি সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত বুড়িচংয়ের ১২০০ পরিবার পেল ১ মাসের খাদ্য সামগ্রী এক বছরের জন্য স্থগিত তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদার সাজা  মুরাদনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান যৌথবাহিনীর অভিযানে দাউদকান্দিতে মাদকসহ একজন আটক কুমিল্লায় স্কুল ছাত্রীদের মাঝে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ : আন্দোলনরত প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার আশ্বাস কটূক্তিকারিদের কথা-বার্তায় সতর্ক হওয়ার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী তিন শিক্ষকের অপসারণের দাবিতে উত্তাল কুমিল্লা মডার্ণ হাইস্কুল হৃদরোগ প্রতিরোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান কুমিল্লার হার্ট কেয়ার ফাউন্ডেশনের সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ মিলছে না রাজনীতিবিদরা ভুল করলে সাংবাদিকরাই প্রথমে কলম ধরে : বিএনপি নেতা হাজী ইয়াছিন নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : সাবেক এমপি আবদুল্লাহ মোঃ তাহের হৃদরোগ প্রতিরোধে চাই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সাবেক মেয়র সূচনা জানালেন তিনি কুমিল্লাতেই আছেন মহানগর আওয়ামী লীগ নেতা ঠাকুরপাড়ার টিপু সুলতান গ্রেফতার মহানবীকে নিয়ে কটূক্তিকারির গ্রেফতার ও বিচার দাবি মুরাদনগরের মুসল্লীদের খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করতে গিয়ে প্রাণ গেল চান্দিনার পাপ্পুর

স্বাধীনতাবিরোধী ও অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৫ দেখা হয়েছে

স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আর কখনোই যাতে ক্ষমতায় ফিরতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ মে) ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘খুনি, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীরা যাতে আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে, তা নিশ্চিত করুন। বিএনপি-জামায়াত জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে।’

দেশবাসীকে স্মরণ করিয়ে তিনি বলেন, ‘এই চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, যেখানে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে একে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছে। বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।’

ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর জন্য বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। সবাইকে মাথা উঁচু করে ও যথাযথ মর্যাদার সঙ্গে বিশ্বে চলতে হবে।’

বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা এটা করতে পেরেছি।’

আওয়ামী লীগ একটি গণমুখী দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এটি গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময়ই জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং একে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের উন্নয়নে প্রবাসীরা অনেক অবদান রেখেছে।’ তিনি হুন্ডির পরিবর্তে বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান কারণ, সরকার যথাযথ প্রক্রিয়ায় রেমিট্যান্স প্রেরণকে উৎসাহিত করতে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে।

এ সময় মঞ্চে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

সূত্র: বাসস

Last Updated on May 3, 2023 1:54 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102