জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়াকে আহ্বায়ক ও আবদুল আলিমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক আমীর হামজা অরুন, মো. নাজির মাহমুদ নছির ভূইয়া, মো. শফিউল আযম মৈশান, গাজীউল হাসান জোবায়ের হোসেন, মো. খোরশেদ আলম, মো. সোহেল ভূইয়া, রহিম খাঁন লিটন, মিজানুর রহমান মিজান, আবদুল মান্নান। এছাড়া কমিটিতে আরো ২০জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
Last Updated on April 3, 2021 9:42 pm by প্রতি সময়