রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

সড়ক ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি : কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১১ জন গ্রেফতার

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে

সড়ক ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজির সময় ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি আভিযানিক টিম। সোমবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১ এর অভিযানে নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কুমিল্লার কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব জানায়, সোমবার দুপুরে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পরিবহনে চাঁদাবাজি করার সময় চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্্েরফতার করে। গ্রেফতাররা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মোঃ স্বপন মিয়া (২০), চাঁদপুর জেলার কচুয়া থানার আসাদপুর গ্রামের মোঃ জিহান হোসেন (২০), জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মোঃ আকাশ (১৯), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মোঃ আব্দুল আলী (৩২), জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মোঃ তৌফিকুর রহমান মারুফ ওরফে আবির (১৯) ও জেলার সদর দক্ষিণ থানার নিশ্চিন্তপুর বাগমারা গ্রামের মোঃ আলমগীর (২০)।


এ সময়ে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ৬টি ভ‚য়া রশিদ বইসহ চাঁদা আদায়ের নগদ ৬ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়।

একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার সদর উপজেলার শাসনগাছা মধ্যপাড়া গ্রামের মোঃ রুবেল (৩১), একই এলাকার মোঃ রনি (৩৩)। এ সময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ২টি ভ‚য়া রশিদ বইসহ চাঁদা আদায়ের নগদ ৪ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও জেলার বুড়িচং উপজেলার ভরসার বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে চাঁদাবাজির সময় তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জেলার বুড়িচং উপজেলার ভবানীপুর গ্রামের মোঃ ওহিদ মিয়া (৫০), একই উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও একই গ্রামের মোঃ আমির হোসেন (৪০)। এসময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ৩টি ভ‚য়া রশিদ বইসহ চাঁদা আদায়ের নগদ ৮ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো।

র‌্যাব ১১ এর কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কোতয়ালী থানার ওসি বখতিয়ার উদ্দিন, সদর দক্ষিন থানার ওসি দেবাশীষ চৌধুরী ও বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার (২০ জুলাই) আদালতে প্রেরণ করা হবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on July 19, 2021 8:33 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102