
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৪তম বিসিএস (প্রশাসন) এর স.ম. আজহারুল ইসলাম।
রবিবার (৮ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সবশেষ পানিসম্পদ মন্ত্রণালয় সচিবের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃতি সন্তান স.ম. আজহারুল ইসলাম মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদেও দায়িত্ব পালন করেছেন।
ঐতিহ্যবাহী জেলা কুমিল্লার শিক্ষা ও কৃষি সমৃদ্ধ উপজেলা ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহবান থাকবে ওনারা যেনো সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সর্বাত্মক সহযোগিতা করেন। সীমান্ত ঘেঁষা এ উপজেলাকে মাদক ও চোরাচালান মুক্ত রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। এক্ষেত্রে এখানকার রাজনৈতিক, সামাজিক ও সচেতন জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করছি। সর্বোপরি সবার সহযোগিতা নিয়ে সরকারের সবউন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করাসহ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে চাই।