কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কমিটি একের পর এক বাতিল আর অনুমোদন ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে ওঠেছে। দীর্ঘদিন ধরে কমিটি গঠন নিয়ে দলটিতে চলছে কাদা ছোড়াছড়ি। ফলে এর নেতিবাচক প্রভাব পড়ছে দলের তৃণমূলে। এর মধ্যে গত ১১ মাসে পর পর তিনবার বাতিল করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। হঠাৎ হঠাৎ কমিটি পরিবর্তনের ঘটনায় নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের তৃণমূলে বইছে ক্ষোভ, অসন্তোষ।
দলের তৃণমূলের নেতারা জানান, গত ৫ বছরে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ যেনো অভিভাবকহীন হয়ে পড়েছে। একটি কমিটির তিন বার পরিবর্তনের প্রভাব দলে দ্বন্ধ, সংঘাত তৈরি করছে।
জানা গেছে, ২০২২ সালের ৩ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে কোনো কমিটি ঘোষণা না করে ১১ ডিসেম্বর ৭১ সদস্যবিশিষ্ট নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।
এতে নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালুকে সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে বিএনপির রাজনীতি ছেড়ে আসা তিন নেতাকেও পদপদবী দেওয়া হয়। ওই কমিটি অনুমোদনের পর দলের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দলীয় নেতা-কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেন।
পরে তৃণমূল নেতাকর্মীদের অসন্তোষের মুখে এবছরের ২৬ মার্চ ওই কমিটি বাতিল করা হয় এবং একই দিনে অধ্যক্ষ আবু ইউসুফকে সভাপতি এবং আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আরেকটি নতুন কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।
এরপর থেকে শুরু হয় বাতিল করা ও নতুন কমিটির নেতাকর্মীদের মধ্যে চরম বিরোধ। দীর্ঘদিন ধরে চলতে থাকে এ বিরোধ। নাঙ্গলকোটে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণে জেলা কমিটির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। গোটা উপজেলা জুড়ে আওয়ামী লীগের রাজনীতিতে হযবরল অবস্থা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে গত ২ নভেম্বর কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের অফিসে উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি। কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক দুই পক্ষকে নিয়ে সমঝোতা করার জন্য একটি কমিটি করেন। সমঝোতা কমিটির কোনো বৈঠক ছাড়াই সেই রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি করেন। কমিটিতে রফিকুল হোসেনকে আহবায়ক ও অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়াকে সদস্য সচিব করা হয়।
গত ৫ নভেম্বর আহবায়ক কমিটির তালিকা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়ার ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। ফেসবুকে এমন ঘোষণার পর এনিয়ে আবারও শুরু হয় তোলপাড়। দলের একটি উপজেলা কমিটি তিন বার পরিবর্তন হওয়ায় জেলার রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, ‘আহবায়ক কমিটি গঠনের বিষয়ে বা বর্তমান কমিটি বাতিল সর্ম্পকে কোন চিঠি পাইনি। জেলা কমিটির সভাপতি এসব করে বার বার ভুল করছেন। এ কারণে নাঙ্গলকোটে আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ছে।’
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন, ‘নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে আমি কিছু বলতে পারবো না, যা বলার ওই আসনের এমপি বলবেন।’
Last Updated on November 10, 2023 8:37 pm by প্রতি সময়