বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিপক্ষে মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার হরতাল চলাকালে মহাসড়কে ছিল না বিএনপি জামায়াতের কোন নেতাকর্মী। কেবল মহাসড়কেই নয়, ব্রাহ্মণপাড়া-বুড়িচং উপজেলার বিভিন্ন সড়কের কোথাও হরতালের সমর্থনে কোন পিকেটিং দেখা যায়নি। মহাসড়কের দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও স্বল্প দূরত্বের যানবাহন চলা চলছিল স্বাভাবিক।
হরতালের বিপক্ষে রোববার সকাল ১১ টায় মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হরতাল বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মহাসড়কে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল, আওয়ামী নেতা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা হাজী সুলতান আহমদ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, মনির হোসেন, গোলাম মোস্তফা, গৌতম কুমার, ফজলুল হক, জামাল হোসেন, লোকমান হোসেন মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মাসুদ রানা, যুবলীগ নেতা সঞ্চয় ভৌমিক, আক্তার হোসেন, মাসুদ খান, অলি উল্লাহ অলি, ফারুক হোসেন ভূইয়া, শাহ আলম মেম্বার নিমসার, জাকির হোসেন সাংবাদিক, জসিম উদ্দিন মেম্বার, কামাল হোসেন , মোঃ জুয়েল রানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, ছাত্র লীগ নেতা আবু নাসের সবুজ, রুবেল, সোহাগ, শাকিল হোসেন, রাসেল, আব্দুল জলিল।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Last Updated on October 29, 2023 8:28 pm by প্রতি সময়