কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন।
শনিবার (৩০ জানুয়ারি)বিকেলে সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট হারুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন মরহুম অ্যাডভোকেট হারুনুর রশিদের পুত্র।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, চাল, মসুরডাল, লবন। উপজেলার ৫০টি মাদরাসা ও এতিমখানা প্রধানদের কাছে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় তারা এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও তার মরহুম পিতার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির। বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান হারুন অর রশিদ, করিমপুর জামিয়া ইসলামিয়া মহিউসসুন্না মাদরাসার প্রিন্সিপাল মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ, দড়ানিপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মবিন, কোম্পানীগঞ্জ মারকাযুল হিকমা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুনসুরুল কবির, মাওলানা ইয়াকুব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বিষ্ণু, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, জাকির হোসেন, ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক হাসান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিন, সাধারণ সম্পাদক হাফিজ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান।
Last Updated on January 31, 2021 7:07 pm by প্রতি সময়