হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান দিয়ে পুরস্কারের এক হাজার টাকা পেলেন সাংবাদিক।বরগুনার তালতলি উপজেলার লালুপাড়া আবদুল্লাহ আল ইভান নামের এক যুবকের পালিত একটি দেশিয় কুকুর হারিয়ে যাওয়ার পর তিনি থানায় জিডি করেন এবং সন্ধানদাতার জন্য পুরস্কার হিসেবে এক হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাওয়াপারা এলাকায় কুকুরটির সন্ধান পেয়ে দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান থানায় নিয়ে আসেন।এরপর কুকুরের মালিক আবদুল্লাহ আল ইভান হারিয়ে যাওয়া তার প্রিয় পোষা প্রাণীটি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ও সন্ধানদাতাকে ধন্যবাদ জানান।এসময় তিনি সন্ধানদাতা সাংবাদিককে পুরস্কারের এক হাজার টাকা প্রদান করেন। হারিয়ে যাওয়া কুকুর ফিরে পেয়ে জিডি প্রত্যাহার করেছেন আবদুল্লাহ আল ইভান।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘জিডি করার পরে কুকুরটির সন্ধান পেতে পুলিশ কাজ করেছে। কুকুরটির সন্ধান পেয়ে থানায় নিয়ে আসা হয়।পরে এর মালিকের কাছে হস্তান্তর করা হয়। সন্ধানদাতাকে পুরস্কারের এক হাজার টাকা দেয়া হয়েছে।’
উল্লেখ্য, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লালুপাড়া এলাকার আবদুল্লাহ আল ইভানের পালিত একটি কুকুরটি হারিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও না পেয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তিনি থানায় জিডি করেন। এরপর থেকে কুকুরটির সন্ধানে কাজ করছিল পুলিশ। আর এরমধ্যে রবিবার জিডির বর্ণনামতে হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান দেন স্থানীয় সংবাদকর্মী।
Last Updated on February 28, 2021 8:52 pm by প্রতি সময়