কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অবস্থিত মা ও শিশু স্পেশালাইজড নামের একটি বেসরকারি হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত ফার্মেসীতে নির্ধারিত মুল্যের অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগ তুলেছেন ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তি।
ইশতিয়াক আহমেদ নামের ওই ব্যক্তির কাছ থেকে ওষুধের মূল্য অতিরিক্ত হারে নেয়া হয়েছে বলে তিনি গণমাধ্যমে অভিযোগ করেন।ইশতিয়াক আহমেদ জানান, মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসীতে যে ক্যান্যুলার দাম রেখেছে ১৫০ টাকা তা নগরীর অন্যান্য ঔষধ দোকানে ৭০ টাকা। ২শ’ টাকা দামের মাইক্রোবোর সেট রেখেছে ৫৫০ টাকা। ১২০ টাকার নিশিবান রেখেছে ২’শ টাকা। ৫৫ টাকার এন্টারো জার্মিনা রেখেছে ২’শ টাকা।
এবিষয়ে জানতে চাইলে ওই হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর বদিউল আলম বলেন, ‘কোন কোন ওষুধ বাজারে সরবরাহ কম থাকলে অতিরিক্ত মুল্যে ক্রয় করি এবং অতিরিক্ত মুল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছি।এছাড়া ভালো কোম্পানীর ওষুধের দাম বেশী হওয়ায় আমরাও বেশী নিতে বাধ্য হই। আবার একই ওষুধ বিভিন্ন কোম্পানী উৎপাদন করে বাজারজাত করছে। তাদের মুল্যমানেও পার্থক্য আছে। আমরা ভালো কোম্পানীর বেশী দামের ওষুধ রোগীদের সরবরাহ করে থাকি।’
কুমিল্লা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক সফিকুল ইসলাম বলেন,‘যদি কোন ফার্মেসী গায়ে লেখা মুল্যের চেয়ে অতিরিক্ত টাকায় ওষুধ বিক্রি করে আর এটা কোন রোগী প্রমানপত্রসহ লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
Last Updated on January 11, 2021 7:54 pm by প্রতি সময়