সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজী ইয়াছিন অনুসারিদের নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সংবাদ সম্মেলন মোনাফেকি করা ঠিক নয় : জামায়াতের উদ্দেশ্যে কায়কোবাদ সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী

হৃদয় দিয়ে হার্টকে জানতে হবে, বুঝতে হবে : সেমিনারে ডা. তৃপ্তীশ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৭ দেখা হয়েছে
সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা‘র প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।

বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে ‘হৃদয় দিয়ে হার্টকে জানুন’ প্রতিপাদ্য বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, মুলবক্তা হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা‘র প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিষদের ডিরেক্টর ড. মুহাম্মদ হাবিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন নুসরাত উর্মি।

 

 

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, হৃদরোগ বিশ্বব্যাপী এক দুরারোগ্য ব্যাধি। পরিসংখ্যান মতে প্রতিবছর অনেক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং হঠাৎ করেই এটা ঘটে থাকে। তার জন্য যে নির্দেশনা ও পরামর্শ আছে তা মেনে চলতে হবে এবং হার্টের সুস্থতা নিশ্চিত করতে হবে।

 

সেমিনারের মুলবক্তা অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, হার্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই হার্টকে সুস্থ রাখতেই হবে। হৃদয় দিয়ে হার্টকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের উচিত হার্টের চিকিৎসার চেয়েও পরিমিত ও সুশৃঙ্খল খাদ্যাভ্যাসের মাধ্যমে হার্টকে সুস্থ রাখার দিকে মনোযোগী হওয়া। হার্টের যত্ন ও সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করার কাজটি ২০ বছর ধরে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা করে আসছে। বর্তমানে বাংলাদেশে আড়াই কোটি লোক হৃদরোগে আক্রান্ত। অলস জীবন যাপন, অস্বাস্থ্যকর খাবার এবং ধূমপান ও তামাকের ব্যবহার রক্তে চর্বি জমে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাছাড়া বয়স, লিঙ্গ, বর্ণ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পূর্ব ও পারিবারিক ইতিহাস এই বিষয়গুলো হৃদরোগের অনিয়ন্ত্রনযোগ্য কারণ হিসেবে কাজ করে। সর্বোপরি হৃদরোগ প্রতিরোধে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সহসভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, মহাসচিব ডা. গোলাম শাহজাহান, সদস্য মোস্তাফিজুর রহমান ও মাজহারুল ইসলাম।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!