
বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে ‘হৃদয় দিয়ে হার্টকে জানুন’ প্রতিপাদ্য বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, মুলবক্তা হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা‘র প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিষদের ডিরেক্টর ড. মুহাম্মদ হাবিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন নুসরাত উর্মি।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, হৃদরোগ বিশ্বব্যাপী এক দুরারোগ্য ব্যাধি। পরিসংখ্যান মতে প্রতিবছর অনেক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং হঠাৎ করেই এটা ঘটে থাকে। তার জন্য যে নির্দেশনা ও পরামর্শ আছে তা মেনে চলতে হবে এবং হার্টের সুস্থতা নিশ্চিত করতে হবে।

সেমিনারের মুলবক্তা অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, হার্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই হার্টকে সুস্থ রাখতেই হবে। হৃদয় দিয়ে হার্টকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের উচিত হার্টের চিকিৎসার চেয়েও পরিমিত ও সুশৃঙ্খল খাদ্যাভ্যাসের মাধ্যমে হার্টকে সুস্থ রাখার দিকে মনোযোগী হওয়া। হার্টের যত্ন ও সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করার কাজটি ২০ বছর ধরে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা করে আসছে। বর্তমানে বাংলাদেশে আড়াই কোটি লোক হৃদরোগে আক্রান্ত। অলস জীবন যাপন, অস্বাস্থ্যকর খাবার এবং ধূমপান ও তামাকের ব্যবহার রক্তে চর্বি জমে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাছাড়া বয়স, লিঙ্গ, বর্ণ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পূর্ব ও পারিবারিক ইতিহাস এই বিষয়গুলো হৃদরোগের অনিয়ন্ত্রনযোগ্য কারণ হিসেবে কাজ করে। সর্বোপরি হৃদরোগ প্রতিরোধে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সহসভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, মহাসচিব ডা. গোলাম শাহজাহান, সদস্য মোস্তাফিজুর রহমান ও মাজহারুল ইসলাম।