শিক্ষা,শিল্প,সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আজকে শিক্ষা-সাহিত্য বিভাগে বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হল জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখার সভাপতি ডা. মল্লিকা বিশ্বাসের লেখা কবিতা।
হৃদয়ে বিরাজ রবীন্দ্রনাথ
তোমায় কি নামে ডাকবো বলো।!
পরশ পাথর নাকি অলৌকিক আলো?
তুমি এমনই পাথর যে
কেবলই ফোটাও ফুল
মল্লিকা, মালতী, শেফালী, বকুল।
তোমারই বিচ্ছুরিত আলোয়
আলোকিত বিশ্বচরাচর।
তোমারই রচিত গানে
পূজায়, প্রেমে,আনন্দ -বেদনায়
আর্দ্র আমাদের কণ্ঠস্বর।
তোমার কথা, সুর বাজে
তিন দেশের জাতীয় সঙ্গীতে।
কবিতার ছন্দ স্পন্দিত হয়
বিশ্বমানবের হৃদয়তন্ত্রীতে।
“আহা তোমার সঙ্গে প্রাণের খেলা”
তোমারই গানের তরী বেয়ে যায় যে বেলা।
হে চিরসখা! তুমি ছেড়ো না হাত
চিরকাল হৃদয়ে বিরাজ রবীন্দ্রনাথ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 8, 2021 8:38 pm by প্রতি সময়