কুমিল্লার হোমনা উপজেলার ভাষা নিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার একটি ঘর থেকে একই দড়িতে মা ও শিশু পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। এসময় ঘরের সিলিংয়ে একটি দড়ির দুই দিক মা ও ছেলের গলায় বাধা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
নিহতরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর লাশ দুটো ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দড়ি থেকে লাশ দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই মৃত্যুর কারণ বা রহস্য জানা যায়নি। নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ওসি আরও জানান লাশ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।
Last Updated on June 8, 2023 2:20 pm by প্রতি সময়