কুমিল্লার হোমনায় পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি নম্বরবিহীন সিএনজি জব্দ করা হয়।
সোমবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোমনা শ্রীমদ্দি সড়কের হোমনা সরকারি কলেজের সামনে এবং জলিল চেয়ারম্যানের বাড়ির সামনে চেকপোষ্ট বসিয়ে পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করে।
আটকৃতরা হলো- কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট নাগাইশ গ্রামের পিতামৃত সুরেশ বর্মনের ছেলে অজিত বর্মন, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের আনসর আলীর ছেলে তাইজুল ইসলাম ওরফে তাজু এবং আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ফরহাদ।
পরে র্যাব-১১ এর এস আই মো. ইসমাইল হোসেন বাদী হয়ে হোমনা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Last Updated on July 18, 2023 10:33 pm by প্রতি সময়