১১০জন রত্নগর্ভা মহিয়সী নারীকে সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।মঙ্গলবার (২৩ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা জোনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এসময় অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ববধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল, মেডিকেল অফিসার রহমত উল্লাহ, জ্যেষ্ঠ নগর পরিকল্পনাবিদ মো. মইনুল হোসেনসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেয়র জানান, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গাজীপুর সিটির পক্ষ থেকে ১১০ রত্নগর্ভা বা যাদের তত্বাবধানে মায়ের ভূমিকা নিয়ে কোন সন্তানকে সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হতে অবদান রেখেছেন তাদের মধ্য থেকে ১১০ জন মহিয়সী নারীকে সম্মাননা দেবেন। তার মধ্যে ১০০ জন হবেন গাজীপুর সিটির করপোরেশন নাগরিক এবং বাকি ১০ জন (মরণোত্তর) হবেন সিটির বাইরের বাসিন্দা। ইতোমধ্যে সিটি করপোরেশন ও সিটির বাইরে থাকা এসব নারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ২৫ মার্চ’র মধ্যে সিটির সকল ওয়ার্ড কাউন্সিলর, সচিবসহ সংশ্লিষ্টদেরকে তাদের তথ্য নিতে বলা হয়েছে। রত্নগর্ভা মহিয়সী নারীদের নিয়ে একটি ডকুমেন্টারিও তৈরি করা হবে।
মেয়র জাহাঙ্গীর আলম জানান, এ উপলক্ষে ৩১মার্চ ভাওয়াল রাজবাজী মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এ অনুষ্ঠানে ১০ হাজার নারীর জন্য আসন ব্যবস্থা থাকবে। এদিন আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 23, 2021 9:50 pm by প্রতি সময়