যশোরের কোতোয়ালি থানার মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম মাওলা (৫৮)। পরিচয় গোপন করে কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর কাজ করছিলেন। র্যাব-২-এর সদস্যরা তাঁকে গ্রেফতার করেছে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলায়। মঙ্গলবার র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেফতার করে।
র্যাব-২-এর সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, গোলাম মাওলা পালিয়ে প্রথমে চট্টগ্রামের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দিনমজুর, শ্রমিক সেজে কাজ করতেন। দুই বছর ধরে তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এভাবে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ২০০৯ সালের ১০ জুলাই গোলাম মাওলাসহ তিনজন র্যাবের হাতে গ্রেফতার হন। এই ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় মামলা করে র্যাব।কারাগারে যাওয়ার কয়েক মাস পর জামিনে মুক্ত হন গোলাম মাওলা। আর আদালতে হাজিরা দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান।
গত বছরের ৮ ফেব্রুয়ারি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক গোলাম মাওলাসহ অপর দুইজনের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।
Last Updated on April 18, 2023 9:50 pm by প্রতি সময়