[কুমিল্লায় বিজিডিসিএলের জাতীয় শোক দিবস পালন]" />
১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন উল্লেখ করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শঙ্কর মজুমদার বলেছেন, আজ থেকে ৪৫ বছর আগে ঘাতকের বুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ কেড়ে নিলেও, নিতে পারেনি তাঁর আদর্শ, তাঁর দর্শন। জাতির পিতার সেই আদর্শ ও দর্শনকে লালন করে আজ আমরা এই স্বাধীন দেশে বড় বড় পদে চাকরি করছি। হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালি তর্জনি উঁচিয়ে সেদিন স্বাধীনতা সংগ্রামের ডাক না দিলে আজো আমরা সেই পরাধীনতা থেকে মুক্তি পেতাম না। জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন।এই পৃথিবী যতোদিন থাকবে,বিশ্বের বুকে যতোদিন বাংলাদেশ থাকবে, ততোদিন বঙ্গবন্ধুর প্রতি এদেশের এমনকি বর্হিবিশ্বের মানুষেরও শ্রদ্ধা-ভালোবাসার বহিঃপ্রকাশ অব্যাহত থাকবে। আর ঘাতকদের প্রতি প্রকাশ হবে ঘৃণা ও অভিশাপ।
রবিবার (১৫ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর চাঁপাপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুয়ায়ী বিজিডিসিএল প্রাঙ্গণে দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়।এর মধ্যে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা কর্মচারি কালো ব্যাচ ধারন করেন। শোক দিবসের সংক্ষিপ্ত আলোচনা সভা, দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জামে সমজিদে ১৫ আগস্টে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 16, 2021 8:46 pm by প্রতি সময়