ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০০৮ সালে এক এমবিপিএস ইন্টারনেটের মূল্য ছিলো ২৭ হাজার টাকা, আজ ১৫বছরে এসে সেই একই পরিমাণের ইন্টারনেটের দাম মাত্র ৬০ টাকা। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০০৮ এ যেখানে সাড়ে ৭ লাখ ছিল, সেখানে আজ ১৩ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে। এরমধ্যে মোবাইল ব্যবহারেও অগ্রগতি হয়েছে। আমাদের ১৭ কোটি মানুষের দেশে ১৮ কোটি মোবাইল সংযোগ আছে। পুরো দেশ এখন ফোর-জি নেটওয়ার্কের আওতায় আছে। আর এগুলো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতায়।
শনিবার (২১অক্টোবর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোডে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মোস্তাফা জব্বার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশের।আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এদেশ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে।আপনার সন্তান স্মার্ট হলে দেশ এগিয়ে যাবে।দেশ এগিয়ে গেলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।২০০৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে মানুষের হাতে হাতে ডিজিটাল প্রযুক্তি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা প্রমাণ করেছি,আমাদের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়।
আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিনুল হাসান, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, ঢাকা আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই, দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমুখ।
Last Updated on October 21, 2023 9:43 pm by প্রতি সময়