গিয়াস উদ্দিন ও রাব্বি একই জায়গায় কনস্ট্রাকশন শ্রমিকের কাজ করেন। বয়সের দিক থেকে গিয়াস উদ্দিন অন্তত ২০ বছরের বড়। দুইজন একই সঙ্গে কাজ করার সুবাদে সম্পর্কটা ছিল খুবই ঘনিষ্ঠ। কিন্ত এই ঘনিষ্ঠতার মাঝেও কাজের মাত্র ২০ টাকা কম দেওয়া নেওয়া নিয়ে তর্ক থেকে হাতাহাতি। একপর্যায়ে কিল ঘুষি। আর রাব্বির ঘুষিতেই প্রাণ হারায় গিয়াস উদ্দিন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায়। এঘটনায় স্থানীয়রা রাব্বিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত গিয়াস উদ্দিন (৪২) বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত হাজী তফাজ্জল হোসেন ফকিরের ছেলে। আর আটক রাব্বি (১৯) নেত্রকোনা জেলার বারহাড্ডা থানাধীন দেউলী গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) কাজী হাসান উদ্দিন জানান, গিয়াস উদ্দিন ও রাব্বি দুজনে একসাথে কনস্ট্রাকশনের কাজ করে। শনিবার সারাদিন তারা কাজ করে টাকা নিয়ে কংশনগর বাজারে আসে। গিয়াস উদ্দিন কাজের টাকা থেকে রাব্বিকে ২০ টাকা কম দেয়ায় রাব্বি উত্তেজিত হয়ে পরে। এ নিয়ে বাজারের উজ্জলের লেপ-তোশক দোকানের সামনে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রাব্বি গিয়াস উদ্দিনকে ঘুষি মারে। এতে গিয়াস উদ্দিন মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন আহত অবস্থায় গিয়াস উদ্দিনেকে কংশনগর গোমতী হাসপাতল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পর পরই রাব্বি পালানোর চেষ্টা করলে স্থানীয় তাকে ধরে পুলিশে দেয়।
Last Updated on August 20, 2023 8:38 pm by প্রতি সময়