শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

২৪ ঘন্টায় প্রাইভেটকার ছিনতাই মামলার চার্জশীট দাখিল

মাহফুজ নান্টু, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৮৮ দেখা হয়েছে

কুমিল্লায় প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে চার্জশীট দিয়েছে পুলিশ। এর আগে ঘটনার ১২ ঘন্টার মধ্যে কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ  দুই ছিনতাইকারিকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা ডিবি পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ।

পরিমল দাশ জানান, ঘটনার ১২ ঘন্টার মধ্যে দুই আসামী গ্রেফতার এবং ২৪ ঘন্টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।  বুধবার গ্রেফতার দুই আসামীর মধ্যে প্রধান আসামী আসিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

এবিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, আসলে এটা পুলিশের দায়িত্ব। যে কোন ঘটনায় দ্রুত সময়ে আসামী গ্রেফতার ও চার্জশিট দেয়া। সে কাজটাই আমরা করেছি। আমি বিশ্বাস করি এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত রবিবার ১৫ অগাস্ট  সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ডকলাপাড়া গ্রামের প্রাইভেটকারচালক আবদুল কুদ্দুসকে চট্টগ্রামে যাওয়ার জন্য আসিফ ও শাহজালাল সাড়ে ছয় হাজার টাকা ভাড়ায় চুক্তি করেন।

ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শহরের টমসমব্রিজ এলাকায় প্রাইভেটকার নিয়ে আসেন কুদ্দুস। গাড়িটির মালিক একই উপজেলার মোকাম ইউনিয়নের মণিপুর গ্রামের মিজানুর রহমান। ওই সময় কুদ্দুসকে নিয়ে নাস্তা করতে যান আসিফ ও শাহজালাল। পরে তারা কৌশলে কুদ্দুসের কফির মগে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে দেন।

কিছুক্ষণ পর তারা সবাই প্রাইভেটকারে রওনা দেন। একপর্যায়ে চালক কুদ্দুস অচেতন হয়ে পড়েন। পরে তাকে গাড়ির পেছনে বসিয়ে গাড়ি চালাতে থাকেন আসিফ। পথে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার হেয়াকো এলাকায় নিয়ে একটি পাহাড় থেকে কুদ্দুসকে ফেলে দেন আসিফ ও তার সঙ্গী শাহজালাল।

স্থানীয়রা কুদ্দুসকে উদ্ধার করে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল করে পুলিশকে জানায়। পুলিশ কুদ্দুসকে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে প্রাইভেট কারের মালিক মিজানুর চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে কুদ্দুসকে কুমিল্লায় নিয়ে আসেন।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা করেন প্রাইভেটকার মালিক মিজানুর। পরে মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের এসআই পরিমল দাশ জানান, প্রযুক্তির ব্যবহার করে মামলা করার ১২ ঘণ্টার মধ্যে আসিফ ও শাহজালালকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘প্রথমে মামলার আসামি আসিফকে নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে গ্রেফতারকরি। তার দেয়া তথ্যমতে গাড়ি উদ্ধার করি ও কনেশতলা গ্রাম থেকে অপর আসামি শাহজালালকে গ্রেফতার করি।’

এসআই পরিমল দাশ আরও জানান, বুধবার দুপুরে আদালতে পাঠানো হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 19, 2021 11:04 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102