কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৬টি প্রাতিষ্ঠানিক পুকুর এবং ঘুংঘুর নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ২০২০-২১ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শুভ সূত্রধর, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান জানান, এ বছর মোট একলক্ষ টাকার রুই জাতীয় ৪ থেকে ৫ ইঞ্চি সাইজের ৩৩৩ কেজি মাছের পোনা উপজেলার ৬টি প্রাতিষ্ঠানিক পুকুরে এবং ঘুংঘুর নদীতে অবমুক্ত করা হয়েছে।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
Last Updated on September 7, 2020 6:31 pm by প্রতি সময়