বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (বিজিডিসিএল) আভিযনিক টিম বকেয়া ও অবৈধ ৩৪৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৭ কোটি ৪০ লাখের বেশি টাকা বকেয়া আদায় করেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিজিডিসিএল কর্তৃপক্ষের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড বিতরণ এলাকায় বকেয়া আদায় ও অবৈধ গ্যাস ব্যবহার চিহ্নিত করতে বিশেষ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছে। বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের সার্বিক ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপকগণ এবং কোম্পানী সচিব এনামুল করিম চৌধুরীর নেতৃত্বে ২১টি আভিযানিক টিম গঠন করা হয়েছে। ওই আভিযানিক টিম বিজিডিসিএলের বিতরণ এলাকা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাইজদি ও ফেনীতে বিভিন্ন গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে।
পরবর্তীতে গত ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে পরিদর্শনকৃত ২ হাজার ২৫৯টি গ্রাহক আঙ্গিনার মধ্যে গত ২৪ অক্টোবর পর্যন্ত ৩৪৭টি সংযোগ বিচ্ছিন্ন করেছে। এরমধ্যে বকেয়াজনিত কারণে ১০৬টি এবং অবৈধ ব্যাবহারজনিত কারণে ২৪১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সময়ে অভিযান চলাকালে তাৎক্ষণিক গ্রাহকের বকেয়া বিলের ৭ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা আদায় করা হয়।
বিজিডিসিএল কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের চলমান অভিযানে গ্রাহকদের গ্যাস বিলের পরিশোধপূর্বক বিল পরিশোধের কপি গ্যাস ব্যবহার স্থলে সংরক্ষণ করার অনুরোধ জানিয়েছেন।
Last Updated on October 25, 2024 8:28 pm by প্রতি সময়