পরাধীনতা থেকে মুক্তির আকাঙ্খার স্বপ্ন সাহিত্যে তুলে আনার কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৪তম মৃুত্যুবার্ষিকী। শিক্ষা-সাহিত্য, শিল্প-সংস্কৃতির গন্ধে মোড়ানো মানুষগুলো কবি নজরুলের সাহিত্য কর্মকে তাদের চিন্তা চেতনায় লালন করে আসছে। আর এর মধ্যদিয়ে এ মানুষগুলোই নিজেদের ক্ষুদ্রতম সাহিত্যজ্ঞান থেকে প্রেম, দ্রোহ, সাম্যের কবি নজরুলের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করে থাকে। এমননিভাবেই বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যদিয়ে আমাদের জাতীয় কাজী কবি নজরুল ইসলামকে স্মরণ করা হয়। অনলাইন নিউজপোর্টাল “প্রতিসময়’ এর পাঠকের জন্য কবি নজরুলের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ডা. মল্লিকা বিশ্বাস নিজের লেখা কবিতায় জানালেন শ্রদ্ধাঞ্জলি…
তুমি চলে গেছ এই বাংলার
ধূলো মাটি জলের সোঁদা গন্ধ
গায়ে মেখে নক্ষত্রের ওপারে।
তোমার পায়ের শব্দ আর
শুনবো না কোনদিন।
তবু তোমার কথা স্মরণ করেই বুঝি
হাস্নাহেনার বনে বুলবুলি সরব হয়,
গোলাপেরা শত পাপড়ি মেলে ধরে।
কিন্তু আমারা এ যুগের মানুষেরা আজ
ঘুমিয়ে থাকি কালো অন্ধকার গহ্বরে।
আমাদের ঘুমন্ত বিবেক,
মৃত মানবতা,
জীবনের রোমাঞ্চ শেষে
ক্লান্ত পাণ্ডুর পাতার মতো
ঝরে পড়ে ইতস্তত।
তাইতো তোমার অমর বাণী-
“আমার চক্ষে পুরুষ রমণী
কোনো ভেদাভেদ নাই”।
“মোরা একই বৃন্তে দুটি’ কুসুম
হিন্দু -মুসলমান।”
“কান্ডারী বল ডুবিছে মানুষ
সন্তান মোর মা’র।”
আজ আমাদের ব্যক্তি কিংবা
জাতির জীবনে সত্য বলে প্রতিভাত হয়না।
তবু এই মহামারী করেনাকালে
ভয়াল মৃত্যু কালো অশ্বারোহী হয়ে
পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্তে ধাবমান।
তাই আজ আবার তোমার বিষের বাঁশীতে
সৃষ্টিসুখের উল্লাসে উল্লসিত সুর শুনতে চাই।
তোমার সুর ও বাণীর মালা কন্ঠে আর হৃদয়ে
জড়িয়ে আমাদের আগামী প্রজন্মের তরুণদল
অসাম্প্রদায়িক, প্রাগ্রসর,মানবিক, সাম্যবাদী,
মুক্তমনা মানুষ হয়ে উঠুক।
# ডা. মল্লিকা বিশ্বাস #
Last Updated on August 27, 2020 7:14 am by প্রতি সময়