জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল বিফ্রিংয়ে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুসারে আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। দলগুলো হলো- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও সমমনাদের মহাসমাবেশে ওপর হামলার অভিযোগ তুলে পরদিন সারা দেশে হরতালের ডাক দেওয়া হয়। ২৯ অক্টোবরের ওই কর্মসূচি শেষে একদিন বিরতি দিয়ে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এভাবে বিরতি দিয়ে দাবি আদায়ে পঞ্চম ধাপে অবরোধ কর্মসূচি চলছে।
Last Updated on November 16, 2023 6:34 pm by প্রতি সময়