কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলো- নওগা জেলার গণপতিপুর গ্রামের সাদেকুল ইসলামের পুত্র মো: আব্দুর রহিম (২০), একই জেলার শেরপুর গ্রামের হাশেম আলীর পুত্র মো: মাহফুজ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া।
তিনি জানান, সোমবার জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ মামুনুর রশিদ, এসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই মোঃ ইলিয়াস ও সংগীয় ফোর্স কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালায়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আলেখারচর এশিয়া এয়ারকন বাস কাউন্টারের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে (ঢাকা মেট্টো-ট-১৬-৩১২৮) একটি ট্রাক পদুয়ার বাজার বিশ্বরোডের দিক হতে আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে ট্রাকটি ব্যারিকেড অতিক্রম করতে না পেরে থেমে যায়। এ সময় ডিবি পুলিশ দেখে গাড়ির ভেতরে থাকা দু’জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ট্রাকের ভেতর তল্লাশি করে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আসামীদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on October 9, 2023 9:55 pm by প্রতি সময়