অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না। এজন্য নানান অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা একটি দেশবিরোধী এবং ৫আগস্টের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় কুমিল্লার টাউনহল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত '২য় স্বাধীনতায় শহীদ যারা' শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শহীদ পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের সঙ্গে মত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
একই সময়ে জাতীয় প্রেসক্লাব থেকে স্মারকটির মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে ডা. তাহের বলেন, ফ্যাসিবাদ হটানোর সময় আমাদের কোন বিভাজন ছিল না। ফ্যাসিবাদ হটানোর সেই যুদ্ধে একটি সিদ্ধান্ত ছিল, এটি হচ্ছে আধিপত্যবাদী হাসিনাকে হটাতে হবে।
তিনি আরো বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবার ও যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাছুম, কুমিল্লা অঞ্চল টিম সদস্য আবদুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মাহাবুবুর রহমান ও সহকারি সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য রাখেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরউদ্দিন আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, আল আমিন হোসাইন, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতে সহকারী সেক্রেটারী মোশারফ হোসাইন প্রমুখ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম