বর্তমান অন্তবর্তীকালীন সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি।সিন্দাবাদের বুড়ো, আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে নামতে চান না।ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার, হিসেবের পাওনা, আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না।আদায় করে নিতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তবর্তী সরকারের নীতি নির্ধারণ কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা আব্বাস বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার, দেশের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সরকার নয়।মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন।এ সমস্ত অপকর্ম যদি করতে চান তার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভবনা আছে।’
বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির এখনো সুদিন আসে নাই, বিএনপি’র বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে।বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির কথা ছড়ানো হচ্ছে। বিএনপি কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। বিএনপির অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে। অন্তবর্তীকালীন সরকারের সাঙ্গপাঙ্গ যারা আছে, তারাই এখন চাঁদাবাজি করছে। তারাই লুটতরাজ করছে। ৯০ হাজার কোটি টাকা গত ৮ মাসে পাচার হয়ে গেছে।এখন আমরা পাচারকারিদের পাল্লায় আছি। উপদেষ্টাদের অনেকের বাপ-চাচারা ব্যবসা শুরু করেছেন। ঘুষ খাওয়া শুরু করেছে। লজ্জায় আরো অনেক কর্মকান্ডের কথা বলতে পারছি না।’
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন), কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব আশিকুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) প্রমুখ বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমিরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Last Updated on May 15, 2025 10:09 pm by প্রতি সময়