কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ মানববন্ধন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,কামিল অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক, দ্বিতীয় বর্ষের ছাত্র আবু বকর, দ্বিনীয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাহিদুল ইসলাম, আলিম প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্র পরিচয়ে কয়েকজনের প্ররোচনায় সোশ্যাল মিডিয়ায় মাদ্রাসার কার্যক্রম ও সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে। এধরণের অপপ্রচার চালিয়ে শিক্ষকদের ইমেজ ক্ষুন্ন করার চেষ্টা করছে। এসব অপপ্রচার বন্ধ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ছাত্রদের যৌক্তিক দাবিগুলো আমাদের কাছে লিখিতভাবে জানালে আমরা পর্যায়ক্রমে সেগুলো সমাধান করবো। কিন্তু তাদের অধিকাংশ দাবি অযৌক্তিক। তারা বিভিন্ন স্থানে ঢালাওভাবে যে অভিযোগ করে আসছে যার কোন ভিত্তি নেই।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম