কিশোর গ্যাংয়ের মহড়ায় নেতৃত্ব দেওয়া কাউন্সিলরের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের বসুরা এলাকার জনৈক শফিকুল ইসলাম শাফি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন
গাজীপুর সিটি করপোরেশনের গাছা অঞ্চলের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামে বিরুদ্ধে মঙ্গলবার রাতে গাছা থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ বেলা আনুমানিক ২টায় কাউন্সিলর রফিক এবং তার দুই সহোদর মামুন ও মাসুদ রানার নেতৃত্বে শতাধিক ভাড়াটে মাস্তান শাফিকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। অবশেষে তাকে না পেয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলে যায়। পরবর্তীতে তাকে যেখানে পাবে সেখানেই ফেলে হাত-পা ভেঙ্গে জীবনে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে যায়। তাদের এ তান্ডবের খবর বিভিন্ন পত্র পত্রিকায়ও প্রকাশ হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী শাফি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বলেন, যে কোন সময় তারা আমার ক্ষতি সাধন করতে পারে।
গাছা থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রাণনাশের হুমকির অভিযোগে জনৈক শাফি কাউন্সিলর রফিকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Last Updated on March 20, 2024 9:32 pm by প্রতি সময়