কুমিল্লা মুরাদনগরের পাঁচকিত্তার বাহেরচর গ্রামের আলোচিত ধর্ষণকান্ডের ভুক্তভোগী নারীর অবশেষে ডাক্তারি পরীক্ষা (ফরেনসিক) সম্পন্ন হয়েছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ও বিশেষ নিরাপত্তা দিয়ে মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ২৫ বছর বয়সী ওই নারীকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ভুক্তভোগী নারীর পরীক্ষা সম্পন্ন হয়।
এর আগে ঘটনার পরদিন ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে পুলিশ ডাক্তারি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে আসলে প্রথমদিকে রাজি থাকলেও পরে বিদেশে অবস্থানরত তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর পরীক্ষা করাতে অস্বীকৃতি জানান। অবশেষে ঘটনার ১২ দিনের মাথায় ধর্ষণের শিকার ওই নারী ডাক্তারি পরীক্ষা করাতে স্বেচ্ছায় রাজি হলে সেই পরীক্ষা সম্পন্ন করা হয়।
বুধবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার এসআই রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর গত ২৭ জুন দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা প্রক্রিয়া শুরুর আগেই ভুক্তভোগী নারী তার মত বদলান। তিনি কর্তব্যরত চিকিসককে জানিয়ে দেন, পরীক্ষাতে তার সম্মতি নেই। যে কারণে ওই সময় পরীক্ষাটি সম্পন্ন করতে পারেননি চিকিৎসক।’
মামলার তদন্ত কর্মকর্তা আরো জানান, ‘আইনানুযায়ী ভুক্তভোগী নারী ডাক্তারি পরীক্ষা করাতে না চাইলে তাঁকে বাধ্য করার সুযোগ নেই। এ জন্য ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা নিয়েও তিনি এখন তাঁর পিত্রালয়ে থাকছেন না। নিজের হেফাজতে অন্যত্র থাকলেও পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে তিনি ডাক্তারি পরীক্ষার গুরুত্ব বুঝে স্বেচ্ছায় রাজি হলে মঙ্গলবার দুপুরে তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা না হলে ধর্ষণ হয়েছে প্রমাণ করা কঠিন হতো। এখন এই পরীক্ষা সম্পন্ন হওয়ায় এটি মামলার তদন্তের জন্য ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। অধিকতর গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। ধর্ষণের সময় ভুক্তভোগী নারীর পরনে থাকা পোশাকসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।’
গত ২৬ জুন রাতে মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর নির্যাতন, নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার হলেও তিনি এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা নিচ্ছেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় এই ঘটনার মাস্টারমাইন্ড ফজর আলীর আপন ছোট ভাই শাহপরানকে। এর আগে তাঁর আরও চার সহযোগীকে গ্রেফতার করা হয়।
Last Updated on July 9, 2025 1:49 pm by প্রতি সময়